Related Articles
মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট) :
মোংলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৩তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৮টায় মোংলা পৌর স্বাধীনতা স্তম্ভে উপজেলা প্রশাসন, মোংলা থানা প্রশাসন, বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগ ঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ, বেলুন ও ফেস্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এতে মোংলা থানা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেও য়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমি শনার (ভূমি) নওসীনা আরিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জুবাইর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহি দুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসাইন, উপজেলা আইসিটি কর্মকর্তা দেও য়ান মো. জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী (অ.দা.) নাবিদুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী সোহান আহ ম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়, উপ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহরিয়ার আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, সাব-রেজিস্ট্রার স্বপন দে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন, মোংলা থানার ওসি শেখ শাহিনুর রহমান এবং আবাসিক প্রকৌশলী (উপ-বিভাগীয়) প্রকৌশলী মো. মনোয়ার জাহিদ।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমা ধ্যমকর্মী, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাং স্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Bartabd24.com সব খবর সবার আগে