সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার তালার সেতু এনজিও এর পরিচালক আবুল হোসেন মোল্ল্যা ওরফে আবুল (৬৫) সহ তিনজনকে আট ক করেছে তালা থানা পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে বিশেষ অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়আটক আবুল হোসেন মোল্ল্যা সাতক্ষীরার তালা উপজেলার শি রাশুনী গ্রামের মৃত এজাহার মোল্লার ছেলে।
অপর দুইজন হলেন একই গ্রামের মৃত আনছারসরদারের
ছেলে গফুর সরদার (৬২) এবং মৃত কাশেম গাজীর ছেলে কামাল গাজী (৪০)।
ঈুলিশ সূত্র জানায়, আকটকৃতদের বিরুদ্ধে এরাকায় ঘের জবরদখল, রাস্তার গাছ বিক্রির টাকা আত্মসাৎ, এলাকা বাসীর ওপর হামলাসহ নানা অভিযোগে রয়েছে।
এসব ঘটনায় তাদের নামে নিয়মিত মামলা রযেছে। সোমবার রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, বিশেষ অভিযানে নিয়মিত মামলায় তাদের আটক করা হয়েছে।
আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজ তে প্রেরণ করা হয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে