Related Articles
আহত ভ্যান চালক মাহাতাব গাজী (৬০) যশোর সদর উপজেলার দোগাছিয়া আহসান নগর গ্রামের মৃত আর শাদ গাজীর ছেলে।
এ ঘটনায় চৌগাছা থানা পুলিশ যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৩২) কে আটক করেছেন।
থানা সূত্রে জানা যায়, আটককৃত ব্যাক্তি সহ অজ্ঞাতনামা আরো ১ জন যশোর সদর থেকে চৌগাছা সলুয়া আসার কথা বলে ভ্যান ভাড়া করে নিয়ে আসেন।
পরবর্তীতে সলুয়া টু কায়েমকোলা রোডে ফাকা জায়গায় ভিকটিম কে এলোপাতাড়ি মারধর করে মাথায় আঘাত করেন।
আহত ব্যাক্তির ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্ত জাহিদুল ইসলাম জাহিদকে আটক করে ন। এ সময় আপর জন ভ্যান ফেলে দৌড় দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক।
উক্ত ঘটনার সংবাদ চৌগাছা থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহিদুল ইসলাম জাহিদকে আটক করেন।
Bartabd24.com সব খবর সবার আগে