Breaking News
1-4064x3048-1-0-{}-0-12#

সাভার বনগাঁও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত প্রকল্পে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে‎ মতবিনিময় সভা

ঠাকুর প্রসাদ রায়, বিশেষ প্রতিনিধিঃ (সাভার- ঢাকা) ঢাকা সাভার উপজেলার বনগাঁও  ইউনিয়ন পরিষদে গ্রাম আদা লত প্রকল্পে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১শে ডিসেম্বর রোজ রবিবার  সকাল ১১ঘটিকায় সময়  গ্রাম আদালত চেয়ারম্যান  মো: আরিফুর রহমান আরিফ (মিন্টু) সভাপ তিত্বে  ইউনিয়ন পরিষদ হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায়  বিশেষ করে গ্রাম আদালত মামলা বর্তমান অগ্রগতি

‎ইউনিয়নের সাভার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের  মধ্যে  অবস্থান  সবার কাছে তুলে ধরা হয়।

পিছিয়ে পড়া  ইউনিয়ন পরিষদের  গ্রাম আদালত প্রকল্পে সেবা কিভাবে সকল জনগণের দোরগোড়ায় পৌন্ছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে এই মতবিনিময় সভা মূল উদ্দেশ্য।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগ- এর উদ্যোগে বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলা দেশ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় দেশের ৮টি বিভাগের ৬১টি জেলার ৪৬৬টি উপজেলার ৪৪৫৭ টি ইউনিয়নে একযোগে বাস্তবায়িত  হচ্ছে বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প।

সমাজে পিছিয়ে পড়ার জনগোষ্ঠী কিভাবে গ্রাম আদাল তের সেবা গ্রহণ করতে পারে তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ মাসুদ করিম  বলেন আমরা প্রত্যেকটা ওয়ার্ডে গ্রাম আদা লতে মামলা গ্রহণের সুবিধা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি জনগণ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সে জন্য আগামী  জানুয়ারি মাসে মাইকিং ও লিফলেট বিত রণ করব।

‎উক্ত মতবিনিমা সভায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃ ন্দ সবার সামনে অবগত করেন আমরা কোন সালিশ বা মীমাংসা নিজেরা  গ্রামের মধ্যে করবো না স্থানীয় ছোট -ছোট  বিরোধের ঘটনা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সবাই আমরা নিষ্পত্তি করব।

এজন্য সবাইকে সচেতন হতে হবে। কারণ  গ্রাম আদালত মামলা নিষ্পত্তি হলে মামলাটি গ্রহণযোগ্যতা থাকে আইন গত বৈধতা আছে কিন্তু সালিসি  মামলার কোন আপিল করার সুযোগ থাকে না ন্যায়বিচার থেকে জনগণ বঞ্চিত হয়। আলোচনা সভায় হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর  মোসা জানুফা  আক্তার,  শিক্ষক, ইমাম, কি শোর-কিশোরী,সুশীল সমাজ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃ ন্দ, ইউপিসদস্যগণ  গ্রাম আদালত মামলার আবেদনকারী ও প্রতিবাদী গণ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

‎মতবিনিময় সভায় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও  আলোচনা সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর উজ্জ্বলা ক্লারা রয় ও ঠাকুর প্রসাদ রায়।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …

One comment

  1. সাভার বনগাঁও  ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত প্রকল্পে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে‎ মতবিনিময় সভা