ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে গন জামা য়েত ও বিক্ষোভ মিছিল করেছে বাগেরহাট-২ (সদর ও
কচুয়া) আসনে সর্বস্তরের জনগন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে গন জমায়েত শেষে এক বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূুন রায় কেন্দ্রীয় শহিদ মিনারে এশে শেষ হয়। বিক্ষোভ মিছি ল পূর্ব গন জামায়েতে উপস্থিত ছিলেন জেলা বিএ নপির যুগ্ম আহবয়ক শেখ সমশের আলী মোহন, খাদেম নিয়া মুল নাসির আলাপ, সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপ জেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ
মালেক, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, সাধারন সম্পাদক ডালিম ফকির, মহিলাদ লের সাধারন সম্পাদক নারগিস আক্তার ইভা, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ভাইচ চেয়ারম্যান মোস্তাহিদুল আলম রবি, এ্যাডভোকেট হিরোক মিনা সহ শত শত বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
গন জামায়েতে বক্তারা বলেন, ‘জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম বিগত ১৭ বছর বাগেরহাটে বিএনপিকে টিকিয়ে রেখেছেন।
অসংখ্য হামলা-মামলার শিকার হয়েছেন। জেল খেটে ছেন। আমরা চাই এম এ সালামকে মনোনয়ন দেওয়া হোক।’
Bartabd24.com সব খবর সবার আগে