তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর তানোরে উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে সাব-রেজিষ্ট্রার কার্যালয় চত্ত্বরে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, রোববার সকালে (৪ ডিসেম্বর) সাব-রেজিষ্ট্রা র কার্যালয় চত্বরে দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এর আগে প্রয়াত বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈ তিক জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির আহবায়ক আলহাজ্ব আব্দুস সামাদ, সিনিয়র দলিল লেখক আলহাজ্ব আরশাদ আলী, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, আহবায়ক কমিটির সদস্য সিনিয়র দলিল লেখক আলহাজ্ব খাইরুল ইসলাম, আবু রায়হান, ওবাইদুর রহমান দুলাল, মাহফুজুল হক লেলিন, মুঞ্জুর রহমান ও কোষাধ্যক্ষ সোহেল রানাপ্রমুখ।
এদিন দোয়া পরিচালনা করেন দলিল লেখক হাফেজ মাওলানা আব্দুস সামাদ।
দোয়ায় অংশ গ্রহণ করেন সকল দলিল লেখকসহ কার্যা লয়ের কর্মকর্তা-কর্মচারীগণ।
Bartabd24.com সব খবর সবার আগে