হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন, তিনবা রের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার বিকেলে শহরের থানা রোডস্থ বিএনপি দলীয় কার্যালয় সংলগ্নচিত্রা নদীর পাড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম তোতার সভা পতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসে বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদ হ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাক বে।
তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন। আমরা তাঁর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছি। তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ বাসার উদ্দিন। দোয়া মাহফিলে সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে মহান আল্লাহর দরবারে তাঁর সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণত ন্ত্র পুনরুদ্ধার, বিএনপির নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
Bartabd24.com সব খবর সবার আগে