Breaking News

বাবার সালাম পৌঁছে দিতে বাগেরহাটে মেহেদী হাসান প্রিন্সের সৌজন্য সাক্ষাৎ

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিমের পক্ষ থেকে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তাঁর বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স।
সকাল থেকে রাত পযন্ত বাগেরহাট পৌর সহরে ও কচু য়ার বিভিন্ন এলাকায় তিনি সৌজন্য সাক্ষাৎ করেন ।
এ সময় সকালে সাইনবোর্ড, বাধাল, ফতেপুর, কচুয়া, ভা ষা বাজার, গজালিয়া সদর উপজেলার দে-পাড়া, কান্দাপা ড়া ও মুক্ষাইট বাগেরহাট শহরসহ বিভিন্ন স্থানে গিয়ে সাধা রণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বাবার সালা ম ও শুভেচ্ছা পৌঁছে দেন।
সৌজন্য সাক্ষাৎকালে মেহেদী হাসান প্রিন্স বলেন, বাগের হাটের মানুষের ভালোবাসা ও দোয়াই তাঁর বাবার রাজনী তির সবচেয়ে বড় শক্তি। এ সময় স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …