পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর :
কেশবপুরে শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উপলক্ষে শিশু একা ডেনি র শিশুশিল্পীদের পরিবেশনায় শিশুদের নানা আয়োজ নের মধ্যে ছিলো চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃ তি প্রতিযো গিতা।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর-২৫) “শিশুর কথা শুনবো আজ, শি শুর জন্য করবো কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুরে র আয়োজনে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সভাপ তিত্বে এবং কেশবপুর চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা পরি চালক মোঃ মনিরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সন্তোষ কুমার দাস, কেশবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের সহকারি অধ্যা পক কাকলী রানী দাস, কোমরপো ল আইডিয়াল কলেজের স হকারি অধ্যাপক মঞ্জুয়ারা খাতুন, কেশবপুর শিশু একাডেমির প্রশিক্ষক ও উদীচী শিল্পী গোষ্ঠী কেশবপুর শাখা সংসদের সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দন, প্রশিক্ষক অর্পিতা রায় ও টুম্পা সার।অনুষ্ঠানে শিশু শিল্পীরা, অভিভাবক ও সুধী জনেরা উপস্থিত ছি লেন।
চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃতি প্রতিযোগিতায় প্রায় তিনশত শিশু অংশগ্রহন করে।
Bartabd24.com সব খবর সবার আগে