Related Articles
মোঃ আবু বকর সিদ্দিক , মোংলা (বাগেরহাট):
বাগেরহাটের মোংলায় গাড়ি ওভারটেক নিয়ে বিরোধের জেরে মহিদুল শেখ (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আট ক করেছে। সোমবার সকালে মোংলা পৌর শহরের কবরস্থান রোড এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মহিদুল শেখ মিঠাখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে। আটককৃতরা হলেন মাহমুদ ও বনি শে খ, যারা পূর্বে মহিদুলের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে পৌর শহরের মাদ্রাসা রোডে মোটরসাইকেল ও অটোরিকশা ওভারটেক করার ঘটনাকে কেন্দ্র করে মহিদুলের সঙ্গে মাহমুদ ও বনির কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
সেই বিরোধের জের ধরে সোমবার সকালে কবরস্থান রোড এলাকায় মাহমুদ ও বনি মিলে মহিদুলের ওপর হামলা চা লায়। এ সময় কাঠের বাটাম দিয়ে তার মাথায় আঘাত কর লে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
স্থানীয়রা উদ্ধার করে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কম প্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা হামলাকারী মাহমুদ ও বনিকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের বিরুদ্ধে মারা মারির মামলা দায়ের করে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠিয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহ মান বলেন, “হত্যার ঘটনায় নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
Bartabd24.com সব খবর সবার আগে