Breaking News

ঠাকুরগাঁওয়ে ইউএনও কার্যালয়ের পুকুরে সাঁতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যু

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ॥ ঠাকুরগাঁও সদর উপজে লা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণে এসে আয়মান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে সদর উপজে লা প্রশাস নের আয়ো জনে সাঁতার প্রশিক্ষ ণের সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত আয়মান হো সেন সদর উপজেলার নারগুন কহর পাড়া গ্রামের আরিফ হোসে নের ছেলে ।  এ ঘট নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সদর উপজেলা প্রশাসনের আ য়ো জনে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার উপজেলা পরি ষদের পুকুরে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালে ডুবে যায় আয়মান। প্রায় ঘন্টা খানেক সময় নিয়ে খোঁজাখুজির পর ফায়ার সার্ভিস এসে উ দ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাশহুর রহমান নামের এক সাঁতার প্রশিক্ষনার্থীর অভিভা বক বলেন, বাচ্চাদের প্রশিক্ষণে পাঠানো হয়েছে সাঁতার শেখা নোর জন্য। সন্তা নের মরদেহ ফেরত নিয়ে যাবার জন্য না। নিরাপত্তা নিশ্চিত না করার জন্য এমন মৃত্যু হয়েছে। এটা তাদের অব হেলা এবং ইউএনও এর জ ন্য দায়ী। এর দায় তাদের নিতে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, এটি অনাকাঙ্খিত ঘটনা। এমন মৃত্যু কাম্য নয়।
ঘটনার সতত্যা নিশ্চিত করে, ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, সাঁতার প্রশি ক্ষণে এসে শিশুর মৃত্যুর ঘটনায় একটি (ইউ ডি)অপমৃত্যু মামলা দায়ের করা হয়ে ছে। পরিবারের অ ভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরি বারের কাছে হস্তান্তর করা হয়ে ছে।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …