মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর নিয়ামতপুরের বুধু রিয়া ডাঙ্গাপাড়া গ্রামে মাত্র ৩ হাজার টাকা মূল্যের একটি গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় খুনিদের বি চারের দাবিতে মানববন্ধন করেছে গ্রাম বাসী।
নিহতরা হলেন ওই গ্রামের অছির মন্ডলের ছেলে শরিফুল ইসলাম ও আফসার আলীর ছেলে আজিজুল ইসলাম।
ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ১০ এপ্রিল। এতদিনে ওই ঘটনায় কোন বিচার না পেয়ে ভুক্তভোগী গ্রামবাসীরা মঙ্গল বার দুপুরে খুনি দের বিচারের দাবিতে ওই গ্রামে মানববন্ধন করে। এক পর্যায়ে নি হতদের স্বজন, গ্রামবাসী ও এলাকা বাসীরা বিক্ষোভে ফেটে পড়েন।
বিক্ষোভে বিক্ষোভে পুরো গ্রাম উত্তাল হয়ে ওঠে।bমানবব ন্ধনে তারা বলেন, মাত্র ৩ হাজার টাকা মূল্যের একটি গাছ কাটাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে শরিফুল ও আজি জুলকে হত্যা করা হয়েছে।
দ্রæত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। এর আগেও খুনিরা ৪জনকে হত্যা করেছে। এমনই তারা হুমকি দিয়ে আসতেছে। যার কাররে গ্রামবাসী রা আতংকে রয়ে ছে।
মানববন্ধনে শরিফুলের স্ত্রী শাহনাজ, শরিফুলের বোন শরি ফা, একরামুল আনোয়ার, আব্দুলসহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ১০ এপ্রিল তারিখে মাত্র ৩ হাজার টাকা মূল্যের একটি গাছ কাটাকে কেন্দ্র করে ওই গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উক্ত দুইজনকে খুন করা হয়।#
Bartabd24.com সব খবর সবার আগে