Breaking News

পত্নীতলায় মধইল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন 

আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি পত্নীতলায় মধ ইল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বা চ নে সভাপতি পদে হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক পদে সোহেল রানা সুইচ নির্বাচিত হয়েছেন।

শনিবার পত্নীতলায় মধইল বাজার ব্যবসায়ী কল্যাণ সমি তির ত্রি-বার্ষিক নির্বাচনে এগারো সদস্য বিশিষ্ট উক্ত ক মিটির নির্বাচিত অন্যান্য হলেন সহ -সভাপতি পদে ইসমা ইল তালুকদার, যুগ্ম-সাধারন সম্পাদক পদে মেহেদী হা সান ও কোষাধক্ষ্য পদে মাসুদ রানা সরাসরি ভোটে নির্বা চিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন – হাসানুজ্জা মান, আব্দুল্লাহ-আল মামুন, নাজমুল হোসাইন, নুরুল ইস লাম, রফিকুল ইসলাম ও এনামুল হক।

সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উক্ত নির্বাচনে মধইল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সর্বমোট ৬৮৮জন ভো টারের মধ্যে ৬৬৬জন সদস্য তাদের মূলবান ভোট প্রদান করেন।

About admin

Check Also

হরিণাকু-ুতে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন (৪৬) …

One comment

  1. পত্নীতলায় মধইল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন