Breaking News

শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক:শান্তিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।
শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলা দেশ সময় দুপুর ৩টা) নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টি টিউট থেকে ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় নোবেল কমি টি জানিয়েছে, তারা মারিয়া কোরিনা মাচাদোকে ‘ভেনি জুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রচারে তার অক্লান্ত পরিশ্রম এ বং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়স ঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামের জন্য’ নোবেল শান্তি পুরস্কার প্রদান করেছে।
মূলত গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে ভেনেজুয়েলার এই রাজনীতিককে এ বছরে র নোবেল শা ন্তি পুরস্কারে ভূষিত করা হয়। তিনি সাম্প্রতিক সময়ে ল্যাটিন আমে রিকার সাহসিকতার অনন্য উদাহরণ হিসেবে আবির্ভূত হন।
নোবেল কমিটির চেয়ারম্যান ইয়রগেন ওয়াটনে ফ্রিডনেস বলে ছেন, মাচাদো গুরুত্বপূর্ণ ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেছেন। তিনি ২০ বছরেরও বেশি আগে মুক্ত ও সুষ্ঠু নির্বা চনের পক্ষে দাঁ ড়িয়েছিলেন।
তিনি বলেন, ‘এটাই গণতন্ত্রের মূল চেতনা, আমাদের ভিন্নমত থাকলেও জনগণের শাসনের নীতিকে রক্ষা করার যৌথ ইচ্ছা। যখন গণতন্ত্র হুমকির মুখে, তখন এই যৌথ ভিত্তিকে রক্ষা করা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, মাচাদো পুরস্কারের জন্য আলফ্রেড নোবেলের নির্ধারিত ‘সব মানদণ্ড’ পূরণ করেছেন। তিনি ‘দেশের বিরোধী দল কে একত্রিত করেছেন এবং গণতন্ত্রে শান্তিপূর্ণ উত্তরণের পক্ষে তার সমর্থনে অবিচল রয়েছেন’।
ভেনেজুয়েলার পরিস্থিতি কেমন তা ব্যাখ্যা করে ফ্রিডনেস বলেন, সেখানে গণতন্ত্রের পক্ষে কাজ করা অত্যন্ত বিপ জ্জনক।
সূত্র : বিবিসি

About admin

Check Also

জাতিসংঘের মহাসচিব পদে আলোচনায় এগিয়ে ড. ইউনূস

ডেস্ক নিউজ:জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের ৩১ ডিসে ম্বর। তাঁর …

One comment

  1. শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো