Breaking News

শৈলকুপায় জাতীয় সমবায়  দিবস পালিত 

শৈলকুপা ( ঝিনাইদহ)  সংবাদদাতাঃ সাম্য ও সমাতা য়,দেশ গড়বে সমবায়  এই স্লোগান নিয়ে সারা দেশের ন্যায়  ঝিনাইদহের শৈলকুপায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে  র্যালী শেষে উপজেলা হলরুমে  উপজে লা প্রশাসন ও সমবায়  বিভাগের  আয়জনে শৈলকুপা উপজেলা সমবায় অফি সার মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈল কুপা উপজেলা নির্বাহী কর্ম কর্তা স্নিগ্ধা দাস।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন শৈলকুপা উপ জে লা আনসার ভিডিপি  কর্মকর্তা হাবিবুর রহমান, শৈল কুপা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহিন আক্তার পলাশ , উপ জেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন ও জিকে কে ন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি  মুন্সী  জাহা ঙ্গীর আল ম টুটুল সহ প্রমুখ।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …