Related Articles
শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পা দক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, ‘আমরা দেখেছি বর্ত মানে বাংলাদেশে ভোট পাবার জন্য অনেকেই তাদের নীতি বিসর্জন দিয়ে চলেছেন।
তারা মনে করছেন এখন তাদের পরিস্থিতি ভালো নয় পরীক্ষা দিলে পাস করতে পারবেন না।
সেই জন্য তাদের পরীক্ষা পেছাতে হবে।’তিনি বলেন, ‘আ মরা বলতে চাই পরীক্ষা যখন হবার তখনই হবে।
নির্বাচন যখন হবার তখনই হবে, ২৬ এর ফেব্রুয়ারিতেই বাংলাদেশে নির্বাচন হবে।
কোনো ষড়যন্ত্র মানা হবেনা।’আজ বিকালে ঝিনাইদহের শৈলকু পাউপজেলার বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সমর্থনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ‘কিছু রাজনৈতিক দল সংস্কা রের নামে সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই— যে সংস্কারের কথা আপনারা বলছেন সেই ৩১ দফায় সংস্কারের প্রস্তাব বিএ নপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের জুলাই মাসেই জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন।
অতএব ঘোষণা অনুয়ায়ী আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’ঝিনাইদহ-১ (শৈল কুপা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, ‘৩০০ টি আসনের মধ্যে বিএনপি ২৩৭টি আসনে মনোনয়ন ঘোষণা করেছে।
আরো ৬৩টি আসন বাকি রয়েছে। যার মধ্যে আমাদের শরিক দলের জন্য কিছু আসন, এবং যেখানে দলের একাধিক প্রার্থী আছে।’
তিনি বলেন, ‘আমাদেরঝিনাইদহ-১ আসনের ব্যা পারে আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই— তারেক রহমান যেটা ঘোষণা দিবেন তিনিই হবেন আমাদের দলের মনো নীত প্রার্থী।দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেবে।’দলীয় মনোনিত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এছাড়াও দল যদি তাকে মনোনয়ন দেন তবে তিনি বিপুল ভোটে আসনটি থেকে বিজয়ী হবেন বলে ঘোষণা দেন।শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সমা বেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএন পির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, যুগ্ম সম্পাদক সাজ্জা দুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক জাকারিয়া মিলন ও ইবি ছাত্রদলের সাবেক সভাপতি মমিনুর রহমানসহ অন্যান্যরা।
সমাবেশে উপজেলার ১৪ টি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
Bartabd24.com সব খবর সবার আগে