পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ঃ
কেশবপুরে “ধানের শীষ”-এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (যশো র-৬) কেশবপুর উপজেলার বিএনপি কর্তৃক ধানের শীষের মনোনীত প্রার্থী, জনাব কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সাথে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শণিবার (২২ নভেম্বর-২৫) কেশবপুর বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীবৃন্দের আয়োজনে কেশবপুর আবুশারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর সম্মলিত শিক্ষক কর্মচারী জোটের আহবায়ক সহকারি অধ্যাপক মোঃ আবুল হাসান-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আব্দুল গফুর-এর সঞ্চালনায় প্রধা ন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন এয়োদশ জাতী য় সংসদ নির্বাচনে, যশোর-৬ আসনে বাংলাদেশ জাতীয় তাবাদী দল, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতি কের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিমশ্বাস, ২নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মশিউর রহ মান, ৬ নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, কেশবপুর উপজেলা বিএনপির সংগ ঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, কেশবপুর উপজে লার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুল বুল প্রমূখ।
অনুষ্ঠানে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Bartabd24.com সব খবর সবার আগে