ডেস্ক নিউজ:দলীয় প্রার্থীদের মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে জামায়াতে ইসলামী।
সম্প্রতি বিভিন্ন এলাকায় মটর শোভাযাত্রায় দুর্ঘটনার কার ণে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এই নিষে ধাজ্ঞা দিয়েছেন।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোম বার সংশ্লিষ্ট নেতাদের এই বার্তাটি পৌঁছে দিয়ে ছেন বলে জানা গেছে।
সূত্রমতে, জামায়াত সেক্রেটারি জেনারেল তার ক্ষুদে বার্তা য় বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সাম নে রেখে বিভিন্ন জেলা/মহানগরী নির্বাচনি এলা কায় মটর সাইকেল র্যালি ও মটরশোভাযাত্রা লক্ষ্য করা যাচ্ছে।
এসব কর্মসূচিতে কয়েকটা দুর্ঘটনা ও আহতের পেক্ষা পটে আমিরে জামায়াত এখন থেকে সব জেলা/মহান গরী নির্বা চনী এলাকায় মটর সাইকেল র্যালি ও শো ভাযাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।