চৌগাছা ( যশোর) প্রতিনিধি:জামায়াতে ইসলামীর কেন্দ্রী য় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজ, দখল করে দিতে বাজ ও দুর্নীতিমুক্ত করবো ইনশাআল্লাহ ।
তিনি বলেন, ‘তিন-পাঁচ বছরের মধ্যে বেকারত্ব দূর করব, এ দেশটা গরিব দেশ না, সম্পদশালী দেশ। আমাদের দে শে চরিত্রবান নেতাদের অভাব।
দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়ে ছে।’
আজ রোববার (৩০ নভেম্বর) বিকেলে যশোরের চৌগাছা উপজেলা জামায়াতের আয়োজনে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমি ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলাম। একটি না তিনটি ফাঁসি। মহান আল্লাহর একান্ত রহমতে চব্বিশের আন্দোলনে যেটাকে অনেকে বলেন- ২য় স্বাধীনতা, সেই আন্দোলনের পরে আমি মুক্ত হয়েছি।’
তিনি আরো বলেন, ‘অনেকেই বলেন জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি করবে না ? আমাদের দুই মন্ত্রী তিনটি মন্ত্র ণালয় চালিয়েছেন, সেখানে সবাই খুঁজে কোনো দুর্নীতির প্রমাণ করতে পারে নাই।
জামায়াত ক্ষমতায় গেলে তিন-পাঁচ বছরের মধ্যে বেকারত্ব দূর করব। দেশে বছরে ৫০ হাজার কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব। যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে সেই টাকা দিয়ে দেশের উন্নয়ন করা হবে।’
‘আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আমরা অমুস লিমদের মুসলমান বানাব। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে মন্দিরে হামলা করে জামায়াত শিবিরকে দায়ী করা হয়েছে।
গত দুই বছরে জামায়াত-শিবিরের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে। নিরাপদে সনাতনী ভাইয়েরা তাদের পূজা সম্পন্ন করেছেন।’
তিনি আরও বলেন, ‘অনেক নেতা বিদেশে আছেন। তারা দেশে আসার সাহস পাচ্ছেন না।
যশোর-২ আসনের প্রার্থী মোসলেহ উদ্দীন ফরিদ অবি শ্বাস্য হলেও সত্য- ৩০ বছর ধরে এত সুন্দর জীবন-যা পন করছিলেন। তার আরো উপার্জন করার সুযোগ ছিল। কিন্ত তিনি সেটা না করে দেশে এসে জনগনের পাশে দাঁ ড়িয়েছেন।
তিনি আরো বলেন, ‘সারাদেশে দাঁড়িপাল্লার জোয়ার শুরু হয়েছে। এই জোয়ারে ভীত হয়ে আমাদের ওপর হামলা করার চেষ্টা করছে।
চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মেডিক্যাল কলেজ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা: মোসলেহ উদ্দীন ফরিদ।
তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজমুক্ত দেশ গড়বো। এছাড়া নারীদের পাঁচ ঘণ্টা কাজ করে আট ঘণ্টা র বেতন দেবে। সরকার ভর্তুকি দেবে।’
তিনি বলেন শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগসহ বিভিন্ন উন্নয়ন কাজ,গণমানুষের অধিকার এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
তিনি আক্ষেপ করে বলেন আমি নাকি এমপি হলে দেখা করতে হলে ভিসা ও পাসপোর্ট করে দেখা করতে হবে। কিছু ভাইয়ের আমার বিরুদ্ধে এভাবে অপপ্রচার চালা চ্ছে।
আমার পাওয়ার কিছু নেই। কেন্দ্রী য় জামায়াতের আমির ডাঃ শফিকুল ইসলাম লন্ডনে গেলে আমাকে অনুরোধ জানায় লন্ডনে আর কত দিন থাকবেন? বাংলাদেশে চলে আসেন। দেশের মানুষের জন্য কিছু করতে হবে।
আমি কাল ক্ষেপন না করে আমিরে জামায়াতের কথায় বিলাতের নাগরিকত্ব ছেড়ে দেশে চলে আসি। আমার বাকী জীবন আপনাদের পাশে থাকতে চাই। এ জন্য আমি আপনাদের দোয়া ও সহোযোগীতা চাই।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ বিশ্বাস ও মাওলানা গিয়াস উদ্দীনের যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হুসাইন ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সভায় মোবারক হুসাইন বলেন, ‘ইসলামই পারে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে।’
ড. শফিুল ইসলাম মাসুদ বলেন, ‘যে দলের কর্মীরা নামাজ চলমান অবস্থায় নিজ দলের কর্মীকে হত্যা করে। তাদের তো রাজনীতিই করার যোগ্যতা নেই।
স্বাধীনতার পর ৫৪ বছর পার হয়েছে। ৫৪ বছরে দলের পর দল, প্রতীকের পর প্রতীক দেখতে দেখতে আমরা ক্লান্ত। এবার আওয়াজ তুলতে হবে জমিন যার, আইন তার। সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। সব দেখেছি বারবার, এইবার হবে ইসলাম।
বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড.শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন,চৌগাছার মানুষ নতুন দিনের স্বপ্ন দেখছে। ন্যায়, জ্ঞান ও আদর্শই পারে জাতিকে তার প্রকৃত পথে এগিয়ে নিতে। আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাল্লাহ।
তরুনরা ডাকসু,জাকসু,চাকসু,রাকসু ভোটে দেখিয়ে দিয়ে ছে আগামীর বাংলাদেশে তরুনরা নের্তৃত্ব দিবে?
বিশ্ববিদ্যালয় গুলোর ইতিমধ্যে শিক্ষার পরিবেশসহ উন্নয়নের চিত্র বদলে দিয়েছে। ফ্যাসিবাদ চাঁদাবাজ ,দখলবাজ,দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের এই বাংলায় আর স্থান হবে না। যেটা ২৪ জুলাই তরুনরা দেখিয়ে দিয়েছেন।
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
তিনি বলেন বাংলাদেশে ফ্যাসিবাদের আর কোন জায়গা হবে না। আগামী দিনে আলেম-ওলামাদের এ বাংলাদেশ হবে। তারাই এদেশে সরকার গঠন করে আগামীতে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ।
জনসভায় আরও বক্তব্য দেন যশোর আদ-দ্বীন হাসপা তালের পরিচালক ডা: ইমদাদুল হক, জামায়াতের কেন্দ্রী য় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-৫ (মনি রামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর জেলা আমির ও যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল, জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হো।সেন, যশোর জেলা নায়েবে আমির অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতি য়ার রহমান, ঝিনাইদ-৪ (কালীগঞ্জ) আসনের জামায়াত মনোনী ত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালেব, শার্শা উপজেলা আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, ঝিকর গাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য মাওলানা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নূরুল ইসলাম, চৌগাছা কামিল মাদরাসা মসজিদের খতিব মাওলানা আলী আকবার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রহি দুল ইসলাম খান, চৌগাছা পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, চৌগাছা আদর্শ সাথী শাখা ছাত্র শিবিরের সভা পতি আবু সাঈদ প্রমুখ।
Bartabd24.com সব খবর সবার আগে