মামুন পারবেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনায় কথা।কাটাকটির এক পর্যায় প্রতিপক্ষের ধাক্কায় আহম্মদ আলী (৬৫) নামের এক।ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি উপজেলার ৭ নং কালিকাপুর ইউনিয়নের।রায়পুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যা রাতে
উপজেলার রায়পুর গ্রামে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত আহম্মদ আলী র পুত্রবধূ।প্রতিবেশী শহিদুলের খড়ের পালা থেকে খড় চুরি করেন। বিষয়টি।গ্রাম্যভাবে নিষ্পত্তির কথা থাকলেও এতে কাল বিলম্ব হতে থাকে।
এক।পর্যায় গত শুক্রবার সন্ধ্যা রাতে শহিদুলের বাড়িতে কে বা কারা মানুষের মল।(পায়খানা) ছিটিয়ে দেয়।
বিষয়টি জানার পর শহিদুল আহম্মদ আলীর পরিবার এমনটি করেছে বলে।তাকে জানাতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।
এক পর্যায় শহিদুল আহম্মদ আলীকে ধাক্কা দিলে তিনি মাটিকে লুটিয়ে পরে।ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই মোস্তফা।বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ।করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) নিহতের ছেলে মজনু বাদি হয়ে আত্রাই।থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে।আসামিরা পলাতক রয়েছে।
(
Bartabd24.com সব খবর সবার আগে