Related Articles
শার্শা উপজেলা প্রতিনিধি :
শিক্ষা জাতির মেরুদণ্ড হলে, দ্বীনি শিক্ষা জাতির প্রাণ, স্লোগানে স্বল্প সময়ে অত্যাধিক সুনাম অর্জনকারী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজ পুকুর বাজার সংলগ্ন, এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদরাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং বালিকা শাখা উদ্বোধন করা হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) মাদ্রাসা ভবনের সামনে খোলা মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে, মাদ্রাসাটির পরিচালক মাওলানা এনামুল হাসান বিন নূর সভাপতিত্বে অত্র মাদরাসার সহকারী শিক্ষ ক ক্বারী মাওলানা আহসান শেখ আজাদ ও সহকারী শিক্ষক মোঃ আল-আমিন সঞ্চালনা করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি আসন আলো বক্তব্য রাখে ন,বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি সাইদুল বাশার (হাফিঃ) এবং বালিকা শাখার উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা ইলি য়াস, সাবেক অধ্যক্ষ বেনাপোল মদিনাতুল উলুম ফাজিল মাদরাসা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মতিয়ার রহমান, মাওলানা রিয়াসাত আলী, বিশিষ্ট আলেমে দ্বীন ও শিক্ষা বিদ, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা আরিফ বিল্লা হ আল হাবিব, প্রশিক্ষক হিফজ বিভাগ, অত্র মাদরাসা ও এমফিল গবেষক ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামরুজ্জামান রকেট, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আব্দুল মান্নান। ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
অতিথিদের বক্তব্য শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকা শ করেন, অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এনামুল হাসান বিন নূরসহ অতিথিগণ এসময় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিত রণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাফে জ শাহিদুল ইসলাম।
Bartabd24.com সব খবর সবার আগে