Breaking News

ঐকমত‍্য কমিশনে এবি পার্টির চেয়ারম্যান: “গণভোট কবে হবে জানিয়ে দিন

ঢাকা অফিস:, ৮ অক্টোবর ২০২৫ বুধবার:এবি পার্টির চেয়ার ম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন; দেশের মানুষ চায় শান্তি ও ঐকম ত‍্য। কিন্তু সীমান্তের ওপারের চাওয়া হলো বিভেদ, সংঘাত ও বিভ ক্তি।
গণভোট আয়োজনের ব‍্যপারে ঐকমত‍্য হলেও গণভোট কি জাতী য় নির্বাচনের আগে হবে নাকি একই দিনে দুটি নির্বাচন হবে? তা নিয়ে স্পষ্ট দ্বিধা-বিভক্তি দেখা যাচ্ছে।
ঐকমত‍্য কমিশন বা সরকারের উচিত হবে দুপক্ষের কথা শুনে গণভোট কবে হবে এ ব‍্যপারে একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া।
তিনি বিএনপি-জামায়াত ও এনসিপি এই তিন দলের দিকে ইংগিত করে বলেন, সরকার যে তিন দলকে নিজেদের অংশ মনেকরে এবং সাথে করে নিউইর্য়ক সফরে নিয়ে গেছে ন মনেহচ্ছে তাদের ইগো সমস্যাই এখন জাতীয় ঐক্যের অন্তরায়।
আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত‍্য কমিশনের শেষ পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দা রের সঞ্চালনায় এবং কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার সানী আব্দুল হক দলের প্রতি নিধিত্ব করেন। বৈঠকের বিরতিতে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ব্রিফিং করেন।
ব্রিফিংকালে মজিবুর রহমান মঞ্জু বলেন; জুলাই সনদ কীভা বে বাস্তবায়ন হবে? তা কি ‘সংবিধান আদেশ’,‘অধ‍্যাদেশ’ নাকি ‘জুলা ই সনদ আদেশ’ নামে জারি হবে এটা নিয়ে প্রশ্ন উঠেছে, অর্থাৎ এখানেও পদ্ধতি বা শব্দ নিয়ে বিতর্ক! তিনি বলেন, এ বিতর্ক দেখে মনেহচ্ছে পরোক্ষভাবে আমরা কেউ কেউ সীমান্তের ওপারের চাওয়াকেই প্রাধান্য দিচ্ছি।
তিনি আবারও জোর দিয়ে বলেন, চুড়ান্তভাবে ঐকমত্য না হলে সরকার বা ঐকমত‍্য কমিশনের উচিত হবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে যে কোন একটি সিদ্ধান্ত জানিয়ে দেয়া।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার সানী আব্দুল হক নোট অব ডিসেন্ট প্রসঙ্গে বলেন, জুলাই সনদের প্রত্যেকটি বিষয়ে যে হেতু সবগুলো রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি, গণভোটের রায়ের মাধ্যমে তা সুরাহা হবার রাস্তা খুলে যাবে।
কারন, জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণভোটের ইতি বাচক রায় অর্থাৎ, গণভোট পাশ হলে যেসমস্ত রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছেন তা জনরায়ের মাধ্যমে প্রত্যাখাত বলে বিবেচিত হবে।
কারন, জনগন জুলাই সনদের পরিপুর্ণ বাস্তবায়নের অভি প্রায় নিয়েই গণভোট পাশ করবে বলেই জাতির প্রত্যাশা।

About admin

Check Also

নওগাঁয় ধানের শীষের পক্ষে জনমত গঠনে লিফলেট বিতরণ ও শোডাউন

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনো ন …