আন্তর্জাতিক ডেস্কঃপাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্তে ফের দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। দুই দেশের মধ্যে সীমান্তজুড়ে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।
পাকিস্তানি সেনাবাহিনী ও আফগান তালেবান বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলায় সীমান্ত অঞ্চলে যুদ্ধাবস্থার মতো পরি স্থিতি তৈরি হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, চলতি সপ্তাহে আফগানিস্তানের কাবুল ও পাকতিকা অঞ্চলে পাকিস্তানের সম্ভাব্য বিমান হামলার পর থেকেই দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপড়েন শুরু হয়।
তারই ধারাবাহিকতায় আফগানিস্তান থেকে পাকিস্তানি চৌ কিগুলোর ওপর হামলা চালানো হয় বলে দাবি করেছে ইস লামাবাদ।
পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো বলছে, আফগানিস্তানের তালেবান বাহিনী বিনা উসকানিতে সীমান্তের ছয়টির বেশি এলাকায় হামলা চালায়।
জবাবে পাকিস্তানও ‘পূর্ণ শক্তি’ দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জা নায়। তারা জানিয়েছে, আফগান বাহিনীর বেশ কয়েকটি চৌকি ধ্বংস করা হয়েছে।
এক ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পাকিস্তানি সেনাবাহিনী, যেখানে দেখা যায় আফগানিস্তানের দিকে গুলিবর্ষণ ও গো লা ছোড়ার সময় আকাশ আলোকিত হয়ে উঠছে।
এই ফুটেজে রাতের সংঘর্ষের ভয়াবহতা কিছুটা ধরা পড়ে।
অন্যদিকে আফগান তালেবান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হেলমান্দ প্রদেশের সীমান্তে পাকিস্তানের অন্তত তিনটি চৌকি তারা দখল করেছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়া রাজমি বলেন, আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার জবাবে এই প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।
তিনি জানান, স্থানীয় সময় রাতের দিকে আক্রমণ শুরু হয় এবং মধ্যরাতে তা শেষ হয়। আফগানিস্তানের আকাশসীমা রক্ষার বিষয়ে তিনি বলেন,আমরা প্রস্তুত আছি। যদি কেউ আবারও আমাদের সীমান্ত লঙ্ঘন করে, তাহলে সশস্ত্র বাহি নী কঠোর জবাব দেবে।
তবে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে বিমান হামলার কথা স্বীকার করেনি, আবার অস্বীকারও করেনি।
ইসলামাবাদ কেবল কাবুলকে আহ্বান জানিয়েছে, যেন তারা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মতো জঙ্গি সংগ ঠনগুলোকে আর আশ্রয় না দেয়।
পাকিস্তানের অভি যোগ, এসব গোষ্ঠী আফগানিস্তান থেকে তাদের ভূখণ্ডে হামলা চালি য়ে আসছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, আফগান তালেবান বাহিনীর একতরফা হামলার পর পাকিস্তান সেনা বাহিনী পাল্টা জবাব দেয়।
এই জবাবে আফগানিস্তানের একাধিক সীমান্তচৌকি ও অস্ত্র স্থলের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। পাকিস্তান সেনাবাহিনী ভা রী কামান, ট্যাংকসহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে বলেও জানানো হয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল উত্তেজনা