ডেস্ক নিউজ: বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই বিভিন্ন রাজনীতি কদের পকেটে ঢুকে যান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যম সংস্কার কমি শনের সুপারিশ নিয়ে আয়েজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, বিভক্তির কার ণে সাংবাদিকরা নিজেরাই বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান। এর প্রমাণ, বিগত সময়ে নিজেরা উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে রক্ষা করেছিল গণমাধ্যমগুলো।
মির্জা ফখরুল বলেন, সব কিছুই নির্ভর করে রাষ্ট্রকাঠামো কেমন আছে এর ওপর। সংস্কার হৃদয়ে ধারণ করতে না পারলে সংস্কার কতটা কাজে আসবে, সন্দেহ রয়েছে।
সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতি বাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন বিএনপি মহাসচি ব।
প্রসঙ্গত,অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংস্কারের অন্য তম লক্ষ্য ছিল গণমাধ্যম। প্রায় ৪ মাসের আলোচনা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ, তা নিয়ে ও আ ছে নানা পর্যবেক্ষণ।
সম্প্রচার সাংবাদিকদের পক্ষ থেকে সেসব পর্যবেক্ষণ তু লে ধরতে বিভিন্ন অংশীজ নের সঙ্গে মতবিনিময় করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজে সি)।
Bartabd24.com সব খবর সবার আগে