মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভাতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগমের সভাপতিত্বে সভাতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রানী সম্পদ কর্মকর্তা রেজাউল করিম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, দোলা এনজিওর সভাপতি জোবাইদা খানম ও ওয়েল ফেয়ার ফাউন্ডেশ নের প্রতিনিধি। সভাতে মা দিবসের গুরুত্ব আরোপ করে বক্তাগন বলেন, মা’ পৃথিবির শ্রেষ্টতম শব্দ।
সকল সন্তানেরা তার মায়ের প্রতি গুরু দ্বায়িত্ব পালন করবেন। বেচে থাকতে যেন আর কোন মা’কে তার সন্তানের অবহেলায় বৃদ্ধাশ্রমে যেতে না হয়।