বিনোদন ডেস্ক:এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন তিনি।

নির্বাচনি হলফনামার তথ্য অনুযায়ী মাহির বার্ষিক আয় ৮ লাখ ২৫ হাজার টাকা।

নগদ ও ব্যাংক মিলিয়ে নিজের নামে টাকা রয়েছে প্রায় আড়াই লাখ।

ব্যবহার করেন ৫৬ লাখ টাকার জিপ। রয়েছে ৩০ তোলা স্বর্ণ, যার দাম ১৫ লাখ টাকা। তবে তার কোনো স্থাবর সম্পদ নেই। ব্যাংকঋণ রয়েছে ১৮ লাখ ২০ হাজার ৫২০ টাকা।

হলফনামায় মাহি নিজের পেশা লিখেছেন চলচ্চিত্র অভি নেত্রী ও ব্যবসায়ী। সে অনুযায়ী, ব্যবসা থেকে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ টাকা। পেশা থেকে দেখিয়েছেন ৪ লাখ টাকা।

অন্যান্য খাত থেকে আয় দেখিয়েছেন ১ লাখ ২৫ হাজার টাকা। যদিও সেখানে খাত সুনির্দিষ্ট করা হয়নি।

মাহির হলফনামা বলছে, তার নগদ রয়েছে দেড় লাখ টাকা আর ব্যাংকে জমা ১ লাখ ১৪ হাজার ৫৫৮ টাকা।

তার স্বামী রকিব সরকারের হাতে নগদ রয়েছে ৩ লাখ টাকা আর তার নামে ব্যাংকে জমা ২৫ কোটি ৮১ লাখ ৫৫০ টাকা।

মাহিয়া মাহি ৫৬ লাখ ২৫ হাজার টাকা দামের জিপ ব্যবহার করেন আর স্বামী চড়েন ৮৩ লাখ টাকা দামের টয়োটা হ্যারি য়ার গাড়িতে। নিজের নামে রয়েছে ৩০ তোলা স্বর্ণ, যার মূল্য দেখিয়েছেন ১৫ লাখ টাকা।

স্বামীর রয়েছে ৫০ তোলা স্বর্ণ, যার দাম দেখানো হয়েছে ২৫ লাখ টাকা। নিজের নামে কিছু না থাকলেও তার স্বামীর নামে রয়েছে ৮০ হাজার টাকার আসবাব ও ইলেকট্রনিক সামগ্রী।

হলফনামার তথ্যে ভুল থাকায় মাহিয়া মাহির প্রার্থি তা অবৈধ ঘোষণা করেছিলেন রাজশাহী রিটার্নিং কর্মকর্তা।

পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে আবেদন করে প্রার্থিতা ফিরে পান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *