চৌগাছা প্রতিনিধি:

বিদ্যুৎ স্পৃষ্টেই নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে ।এ ঘটনাটি ঘটেছে আজ শনিবার সন্ধ্যায় উপজেলার  সুখপুকু রিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে।

এই মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসে ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রামকুষ্ণপুর গ্রামের মোঃ স্বপনের স্ত্রী রুমি খাতুন আজ শনিবার সন্ধ্যায় খড় কাটা মে শিন চালু করার জন্য বিদ্যুতের সংযোগ লাইন দিতে যাই।

সংযোগ লাইনটি দেবার সাথে সাথে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে রুমি খাতুন মাটিতে পড়ে যায়।

এ সময় সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত পরিবারের লো কজন তাকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্ত ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের এক নিকট আত্মীয় জানিয়েছেন, নিহত রুমির ৫ বছরের একটি কন্যা সন্তান আছে।

দ্বিতীয় সন্তানটি ডেলিভারি করার তারিখ আগামী ১৮ এপ্রি ল। পেটের সন্তানটিও কন্যা সন্তান।

পরিবারের লোকজন তারপরও খুশি ছিলেন। কিন্তু এমন মৃত্যু মেনে নেয়ার মত না। ৫ বছরের সন্তানটিও মা হারা হয়ে গেল।

থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বার্তাবিডিকে বলেন মেয়েটি ৯ মাসের প্রেগনেন্ট ছিলেন। এই মাসেই ডেলি ভারি হবার ডেট ছিল বলে জেনেছি। বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়ে ছে এটা নিশ্চিত।

পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

One thought on “চৌগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃ-ত্যু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *