শৈলকূপা (ঝিনাইদহ)  সংবাদদাতাঃ ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ধলহরাচন্দ্র গ্রামে মঙ্গলবার দুপুরে  ডেইরি ভ্যালুচেইন এর আওতায়  পিজি সদস্যদের নিয়ে ডেইরি উৎপাদনও ব্যবস্থাপনা বিষয়কের উপর একদিন ব্যাপী  প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

প্রাণীসম্পদ ও ডেইরি  উন্নয়ন প্রকল্প এবং প্রাণীসম্পদ অধিদ প্তর ওপ্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায়  ১০নং বগুড়া ইউনিয়ন ও ধলহরাচন্দ্র  ইউনিয়নের ৮০ জন খামারি সদস্য দের  নিয়ে এই পশিক্ষন দেওয়া হয়। প্রশিক্ষনে খামারিদের গরু পালনের জন্য  বিভিন্ন বিষয় তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শৈলকূপা  উপজেলা  প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি  হাসপাতালের  ডাক্তার মামুন খান  ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক্তার রাকিবুল  হাসান শাওন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রচন্ড তাপদহে গরুকে ছায়াযুক্ত অবস্থায় রাখতে হবে,একাধিকবার গোসল করাতে হবে এবং টিনের ঘরে  গরু রাখা যাবেনা সেই সাথে স্যালাইন যুক্ত ঠান্ডা পানি খাওয়াতে হবে।

One thought on “শৈলকুপায় খামারিদের একদিনের প্রশিক্ষন অনুষ্ঠিত ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *