ক্রীড়া ডেস্ক:শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটির তৃতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ।

তবে দিনের শুরুটা ভালো হলেও ৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে বাংলা দেশ ৩৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০৮ রান করেছে।

হাফসেঞ্চুরির করে বিদায় নেন জাকির হাসান।

৩৩তম ওভারে বিশ্ব ফার্নান্ডোর বলে বোল্ড হন তিনি। ১০৪ বলে ৮টি চারে ৫৪ রান করেছেন এই বাঁহাতি।

তাইজুল ইসলামের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৯ রান তোলেন তিনি।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ১ রানে প্রবাদ জয়সুরিয়ার বলে ক্যাচ তুলে মাঠ ছাড়েন।

আর গতকাল টেলএন্ডার হিসেবে নেমে দারুণ করা তাইজুল শেষ পর্যন্ত ৬১ বলে ২২ রানে ফার্নান্ডোর শিকার হন।

এর আগে ৬ ব্যাটারের হাফসেঞ্চুরিতে ৫৩১ রানে প্রথম ইনিং সে থামে শ্রীলংকা। জবাব দিতে নেমে গতকাল শেষ বিকেলে দাপুটে ব্যাটিংয়ে ১ উইকেটে ৫৫ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনো পিছিয়ে ৪৭৬ রানে।

সিরিজের প্রথম টেস্টে সিলেটে বাংলাদেশ বড় ব্যবধানে হেরে যায়। সিরিজে ফিরতে এই টেস্টে জয়ের বিকল্প নেই স্বাগতি কদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *