চুয়াডাঙ্গা  প্রতিনিধি:: প্রচণ্ড দাবদাহে পুড়ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা। শনিবার (২০ এপ্রিল ) বিকে ল ৩টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমের মধ্যে  এটি সর্বোচ্চ।
প্রচণ্ড তাপপ্রবাহ বইতে থাকায় জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। অত্যধিক গরম অনুভূত হওয়ায় নিতান্ত প্রয়োজন ছাড়া মানুষজন ঘরের বাইরে বের হচ্ছেন না।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘শনিবার (২০এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডা ঙ্গায় ৪২ দশমিক৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ।  জেলার ওপর দিতে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির তেমন আভাস নেই। তাপমাত্রা আরও বৃদ্ধি পেতেপারে। এটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিনা তা সন্ধ্যা ৬টায় নিশ্চিত হওয়া যাবে।’
চলমান দাবদাহে ফসল রক্ষায় কৃষকদের পরামর্শ দিয়ে চুয়া ডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী আরও কিছুদিন তীব্র দাবদাহ অব্যাহত থাকতে পারে।
এ সময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। এমতাবস্থায় ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবে ষণা ইনস্টিটিউট কর্তৃক চাষিদের পরামর্শ দেয়া হয়েছে।
কৃষকরা বলছেন, রোদের প্রখরে ফল-ফসলের ক্ষতি হচ্ছে। আম, লিছু, ধানসহ বিভিন্ন ফসল পুড়ে যাচ্ছে। এতে লোক সানের শঙ্কা দেখা দিয়েছে। তবে আজ বাতাসের কারণের কাজ করতে কিছুটা স্বস্তি হচ্ছে।  চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া রুগী বেড়ে গেছে সদর হাসপাতালের ডাক্তার আবু ল হোসেন বলেন হাসপাতালে কয়েক দিনে ডায়রিয়া হিট স্টোক জনিত রুগীর সংখ্যা বেড়েছে।তিনি বলেন রোদে ভিত র বিনা কারণে ঘরের বাইরে বের না হওয়ায় পরামর্শ দিয়ে ছেন। পরিস্কার এবং বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিয়ে ছেন।
এর আগে গতকাল (শুক্রবার ১৯ এপ্রিল)  ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস   বৃহস্পতিবার (১৮ এপ্রিল) চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৮ ডিগ্রি, বুধবার (১৭ এপ্রিল) ৪০ দশমিক ৬ ডিগ্রি ও মঙ্গলবার (১৬ এপ্রিল) ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপ মাত্রা রেকর্ড করা হয়েছিল। যা ছিল সারা দেশের মধ্যে সর্বো চ্চ তাপমাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *