চুয়াডাঙ্গা প্রতিনিধি:
একটানা ৮ দিনের তীব্র দাবদাহ, সঙ্গে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গাসহ এ অঞ্চলের জনজী বন। নেই বৃ‌ষ্টির দেখা।
তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়ে চুয়াডাঙ্গায় ২ রাকাত ইস্তিসকার নামাজ আদায় করা হ‌য়ে‌ছে।
চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই ইস্তিসকার নামাজ আদায় করেন চুয়াডাঙ্গাবাসী।
চুয়াডাঙ্গা জেলা সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে আ‌য়ো‌জিত এ নামাজে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
নামাজ শেষে তীব্র দাবদাহ থেকে মুক্তি ও বৃষ্টির  জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা সম্মিলিত ওলা মা কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ মাওলানা বশির আ হমেদ।
অনুষ্ঠানটি পরিচালনা ও তত্ত্বাবধান করেন ওলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।
এদিকে, তীব্র গরমের মধ্যে ২২ এপ্রিল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে।
মঙ্গলবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্র রেকর্ড করা হয় ৩২ দশ‌মি ৮ ডিগ্রি সেল‌সিয়াস।
এ সময় বাতা‌সের আদ্রতা ছিল ৩৭ শতাংশ এবং দুপুর ১২ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশ‌মিক ৪ ডিগ্রি সেল‌ সি য়াস। এ সময় বাতা‌সের আদ্রতা ছিল ২৫ শতাংশ।
ইস্তিসকার নামাজে ইমামতি করেন চুয়াডাঙ্গা বড় মস‌জি‌দের ঈমাম মাওলানা নুরুদ্দীন। নামাজ শেষে দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র দাবদাহ থেকে আল্লাহর কাছে পানাহ ও বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।
One thought on “বৃষ্টির জন্য চুয়াডাঙ্গাবাসীর আকুতি, ইস্তিসকার নামাজে মুসুল্লিদের কান্না”
  1. বৃষ্টির জন্য চুয়াডাঙ্গাবাসীর আকুতি, ইস্তিসকার নামাজে মুসুল্লিদের কান্না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *