চুয়াডাংগা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ মো. সেলিম হোসেন নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার সকাল ৯ টার সময় জেলার দর্শনা এলাকা থেকে স্বর্ণসহ ওই চোরাচালানীকে আটক করে। আটক মো. সেলিম হোসেন (৩০) কুমিল্লা জেলার হোমনা থানার নিখুলী গ্রামের মো. রওশন আলীর ছেলে।
বিজিবি জানায়, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন সোমবার সকালে এক ব্যক্তি ভ্যান যোগে দর্শনা রেলষ্টেশন এলাকা হতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে দর্শনা-মুজিবনগর সড়ক হয়ে সীমান্তের দিকে যাবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা দর্শনা রেলষ্টেশন এলাকায় আগে থেকেই অবস্থান নেয়। সকাল ৯ টার সময় ওই ব্যক্তি দর্শনা রেলষ্টেশন অতিক্রম করে দর্শনা-মুজিবনগর সড়ক হয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে।
পরে আটককৃত সেলিম হোসেনের দেহ তল্লাশি করে ৫৮৩.২০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করে। আটকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৪৮ লাখ ৫০ হাজার টাকা। স্বর্ণের বার শুল্ক কর ফাকি দিয়ে ভারতে পাচারের জন্য সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।