রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়াএস সি বহুমুখীউচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এসএসসি পরীক্ষার্থী/২৩ ও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীবৃন্দের বিদায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার ২২ মার্চ বিকাল ৩ ঘটিকায় গড়েয়া এস সি বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠান টির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গড়েয়া এস, সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মো, মারুফ হোসেন।
এসময়, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দন কুমার সরকার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.এফ.এম খাদেমুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মো: আতাউর রহমান, অবসর প্রাপ্ত অফিস সহায়ক মো: কাশেম আলী ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানানো হয় এবং বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের ২য় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন,গড়েয়া এস,সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, ওয়াহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন মো, বেলাল হোসেন।
উক্ত অনুষ্ঠানে গড়েয়া ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব সাইফুর রহমান , বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ,গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, কর্মরত শিক্ষক গণ, স্কুল কমিটির সদস্য বৃন্দ, বিদায়ী শিক্ষার্থী ও শত শত অধ্যয়নরত ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।