মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতা:-
২৭ মার্চ দুপুরে ঝিনাইদহের মহেশপুর বোয়ালিয়া নামকস্থানে মটরসাইকেল ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় মুন্নাফ (২০) নামের এক যুবকের শরীর থেকে একটি হাত সম্পন্ন ভাবে বিছিন্ন গেছে। এসময় পথচারীরা দ্রত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। তার বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের নিমতলা গ্রামে সে ঐ গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায় মুন্নাফ উপজেলার মান্দারবাড়িয়া ইউপির বোয়ালিয়া গ্রামে অবস্থিত একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করে। এবং সে নিয়মিত ভাবে মোটরসাইকেল যোগে যাতায়াত করে থাকে। কাজ শেষে প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে রাস্তায় ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে মারাক্তক ভাবে ধাক্কা খেয়ে মর্মান্তিক দুর্ঘটার শিকার হয়ে তার শরীর থেকে ডান হাতটি বিছিন্ন হয়ে যায়। বর্তমানে সে যশোর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। তবে অবস্থা আশংকাজনক।