রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলার সাত থানার মধ্যে মার্চ মাসে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) হলেন ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন।
রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কামাল হোসেনকে স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করেন।
পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, জেলার সাতটি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে বলে আশা করি। পাশাপাশি ঠাকুরগাঁও সদর থানা এলাকার জনগণ আরও ভালো সেবা পাবে।
এ প্রসঙ্গে ওসি কামাল হোসেন বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।