আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহারে টিসিবি পন্য বিতরনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ২টায় শহরের মহিলা কলেজে আদমদীঘি উপ জেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ এ বিতরনের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন সরকার ভর্তুকী দিয়ে বাজার মুল্যের চেয়ে কমদামে চাল,ডাল তেলসহ বিভিন্ন পন্য সরবরাহ করা হয়।
এসময় সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু,
আদমদীঘি উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা কে এম গোলা ম রব্বানী পবন, সান্তাহার পৌসভার প্যানেল মেয়র মনতাজ আলী, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলার নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সান্তাহার পৌরসভার ৯টি ওর্য়াডে ৩৫৪৪টি পরিবারকে টিসি বি কার্ডের মাধ্যমে ৩০ টাকা কেজি দামে ৫ কেজি চাল, ৬০ টাকা কেজি ২ কেজি ডাল, ও ১০০ টাকা কেজি দামে ২কে জি সোয়াবিন তেল সরবরাহ করা হয়।