Breaking News

‎জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

‎ফারুক আহম্মদ; চৌগাছা যশোরঃ   জাতীয় কন্যাশি শু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আজ  ৮ অক্টো বর ২০২৫ ইং তারিখ সকালে যশোরের চৌগাছা উপ জেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎এ বছরের প্রতিপাদ্য ছিল“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ জেলা নির্বাহী অফিসার (ভার প্রাপ্ত) তাসনিম জাহান। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনজু মান আরা মাহমুদা।

‎আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার, শিক্ষা ,আত্মনির্ভরতা এবং সামা জিক নিরাপত্তা বিষ য়ে গুরুত্ব আরোপ করেন।

তারা বলেন, দেশের উন্ন য়ন ও অগ্রযাত্রায় কন্যা শিশু দের সমান অংশ গ্রহণ নিশ্চিত করতে হলে সমা জের প্রতিটি স্তরে সচেতন তা বৃদ্ধি জরুরি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্র সারণ কর্মকর্তা এজেডএম ওবায়দুল্লাহ, মৎ স্য কর্মকর্তা তাসলিমা জেবিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তা ফিজুর রহমান,প্রকল্প বাস্তবা য়ন কর্মকর্তা শামসুন্না হার,উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু,এবং জামা য়াতে ইসলামী চৌগাছা উপজেলার সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহম্মেদ।

‎সভা শেষে কন্যাশিশুদের মাঝে সচেতনতা মূলক লিফলেট ও উপহার বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, চৌ গাছা, যশোর। 

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …