চৌগাছা প্রতিনিধি:যশোরের চৌগাছা পাশাপোল জামা য়াতের মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলায় পাশা পো ল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা কর্মী সম্মে লন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পাশাপোল ইউনিয়ন জামায়াতের আমির মাষ্টার কবির উদ্দীন।
প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াত মনোনীত যশো র-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যা পক নূরুজ্জামান আল মামুন, উপজেলা জামায়া তের সহকারী সেক্রেটারী সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমদ বিশ্বাস, উপজেলা যুব জামায়া তের সভাপতি মাওলানা শাহ আলম প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন পাশাপোল ইউপি সাবেক চেয়া রম্যান মাওলানা আব্দুল কাদের, জামায়াত নেতা আজি জুর রহমান, মাহমুদুর রহমান, হায়দার আলী, ওলিয়ার রহমান, জাহিদুল ইসলাম, আব্বাস আলী, আব্দুল গফুর, আলতাফ হোসেন, মাওলানা বেলাল হোসেন, সাংবাদিক এম এ মান্নান প্রমুখ।
এ সম্মেলন শেষে পাশাপোল কলেজসহ ইউনিয়নের বিভি ন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন।
Bartabd24.com সব খবর সবার আগে
চৌগাছা পাশাপোল জামায়াতের মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত