মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সেখানে অুনষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই, সাধারণ সাইদুল করিম মিন্টুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উন্নত দেশ গড়তে সবাইকে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহŸান জানান। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।