মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় সুইজারল্যান্ড সরকারের
সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ত্ববধানে
খান ফাউন্ডেশন বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওতায় নারী
নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ সভা কক্ষে বিভিন্ন পর্যায়ের নারীদের অংশগ্রহণে এই নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক নুর জাহান বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর।উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল।ইসলাম রফিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা উইমেন চেম্বর অব কর্মাস এন্ড ইন্ডাঃ এর সভাপতি পারভিন আকতার, “তথ্য আপা” তানিয়া খন্দকার, জেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক শাহানাজ আকতার নাইচ, খান ফাউন্ডেশন নারী।আইনজীবি নেটওয়ার্ক সদস্য অ্যাডভোকেট রাবেয়া আকতার (এপিপি), জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি ও ৭নং বোয়ালিয়া ইউন্নি পরিষদ চেয়ারম্যান আফেলাতুন নেছা, রাণীনগর ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, মানবাধিকার নারী সমাজ (আসক) এর সভাপতি মর্জিনা বেগম, আদিবাসি পরিষদ জেলা.শাখার প্রচার সম্পাদক জগবতি রানী টপ্পো, জেলা পরিষদ সদস্যস(ধারণ আসন) রাহেলা চৌধুরী ওয়েভ ফাউন্ডেশনের মানবিধিকার নারী সদস্য শম্পা আক্তারসহ সদর, রাণীনগর ও বদলগাছি উপজেলার অপরাজিতা নেটওয়ার্কের ত্রিশজন সদস্য সদস্য।