স্টাফ রির্পোটার,যশোর:যশোরের মণিরামপুর থানার সেকেন্ড অফি সার আবু বক্কর দায়িত্ব পালনরত অবস্থায় হামলার শি কার হয়ে ছেন।

গত কাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে পৌরসভার সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মণিরামপুর কাপুড়িয়া পট্টিতে মোশাররফের কাপড় দোকান লুটপাট ও অবরুদ্ধের সংবাদ পেয়ে ঘটনা স্থলে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌঁছালে আদম আলী ও কমিশনার বাবুল আক্তারের নেতৃত্বে লোকজন আতর্কিত হামলা করে।

এবিষয়ে দায়িত্বরত এস আই আবু বক্কর বলেন, মোশা ররফ হোসেনের ফোন পেয়ে ওসি স্যারকে জানালে তিনি আমাকে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেতে বলেন।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছালে আদম আলী ও কমিশ নার বাবুল আক্তার শতাধিক লোকজন নিয়ে হামলা করেন আমাদের ওপর।

এসময় কমিশনাল বাবুলকে ধরে ফেলি। তখন সাথে থাকা লোকজন কিল ঘুষি, ধাক্কা দিয়ে মেরে কমিশনারকে নিয়ে পালিয়ে যায়। কয়েকজনকে আটক করা হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, এস আই আবু বক্কর অভিযানে থাকার সময় একটু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *