চৌগাছা( যশোর)প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে এবার যশোরের চৌগাছা মৃধা পাড়া মহিলা কলেজে বসন্ত বরন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ভিন্ন ধর্মী এই অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষার্থীরা তাদে র প্রানের স্যারদের ফুল দিয়ে বর্ষ বরন বসন্তকে বরন করে নেন।

সোমবার সকাল ১১টায় (বর্ষ বরন ১৪৩০) বসন্ত উৎসবকে ঘিরে কলেজ ক্যাম্পাসকে নানা রঙে সাঁজানো হয়।

এ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা নতুন সাজে সেঁজেছিল। শিক্ষকরা হলুদ,লাল, সবুজ পাজ্ঞা বী,মেডাম ও শিক্ষার্থীরা হলুদসহ নানা বর্ণের শাড়ি পরে এ অনুষ্ঠানে অংশ গ্রহন করে।

জাঁকজমক পূর্ণ এ অনুষ্ঠানে কলেজের ভাইস-প্রিন্সিপাল আলমঙ্গীর সিদ্দিকী স্যার,সহকারী অধ্যাপিকা রীনা নাজমা, প্রভাষক মুকুল মাহামুদ,প্রভাষক ফারনাজ সান্তা বসন্ত বরনের গানে গানে মাতিয়ে তোলেন। একই সাথে শিক্ষার্থী রাও নাচে তালে গান গায়।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ও চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.মো: মোস্তানিছুর রহমান।

এ অনুষ্ঠান শেষে বার্ষিক শিক্ষা সফরের বিজয়ীদের মধ্যে পুরস্কার দেয়া হয়।

One thought on “চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের বসন্ত বরন উৎসব”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *