শৈলকুপা( ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহ জেলার শৈলকু পা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের কাকুরা ডাঙ্গা গ্রামে পরকীয়ার জের ধরে ভাতিজা তার চাচা লাল্টু মোল্লাকে কুপি য়ে হত্যা করেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে রাশেদ মোড় নামক স্থানে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে কাকুরাডাঙ্গা গ্রামের গেনু মোল্লার ছেলে লালটু মোল্লা তার চাচাত ভাই নকাই মোল্লার স্ত্রী রিপা বেগমের সাথে পরকীয়া করে তাকে নিয়ে প্রায় তিন বছর অন্যত্রে চলে গিয়ে সংসার করে।
হঠাৎ লাল্টু মোল্লা বাড়ি আসলে নকাই মোল্লার দুই ছেলে নিমআসাদ ও মিরাজ হোসেন তার মা কে নিয়ে যাওয়ার প্রতি শোধ নেওয়া র জন্য রাসেদ মোড় নামক স্থানে তাকে একা পেয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকূপ উপজে লা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
প্রতিবেশী খাইরুল নামের এক ব্যক্তি জানান নকাই মোল্লার স্ত্রী রিপা খাতুন তিন সন্তান রেখে পরকীয়া করে লালটুর সাথে চলে যাওয়া।
তারপর নকাই মোল্লার পরিবারের সদস্যরা তাকে অনেক বার আনতে যায় কিন্তু তার স্ত্রীর রিপা খাতুন ফিরে আসে না।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম চৌধুরী জানান পরকীয়ার কারণে লালটু মোল্লা নামের একজন ভাতিজার হাতে খুন হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাস পাতালে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।