ডেস্ক নিউজ:সোনার দাম আরো বেড়েছে। রেকর্ডের পর রেকর্ড গড়ছে মূল্যবান এই ধাতুর দর। অতীতের সব রেকর্ড অতিক্রম করে সবচেয়ে ভালোমানের সোনা রবিবার (২ এপ্রিল) থেকে ৯৯ হাজার ১৪৪ টাকায় বিক্রি হবে। দেশের ইতিহাসে এর আগে কখনই সোনার দর এত উচ্চতায় উঠেনি। যে কোনো মুহূর্তে এর ভরি লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সব থেকে ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম ভরিতে ২ হাজার ৭২৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকা। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকা। রবিবার থেকে সারা দেশে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে। দেশের বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।