নিজস্ব প্রতিবেদক, চৌগাছা (যশোর) ॥ যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদু জ্জামা ন বলেছেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার।

জাতির জনক বঙ্গবন্ধু দেশ স্বাধীন হবার পরে কৃষির উপর
সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তার কারন আমাদের দেশের মানুষ অধিকাংশ ছিলেন কৃষিজীবী।

দেশের ৮৫ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিলেন।
তিনি বলেন, বর্তমানে আমাদের কৃষি জমি কমতে শুরু করে ছে।

আমরা কৃষিজমিতে ঘরবাড়ী বানাচ্ছি, কলকা রখানা বানা চ্ছি।

অনেকে বিনোদনের জন্য পার্ক বানাচ্ছে। কৃষি জমি আমরা নষ্ট করে ফেলছি।

তিনি আরো বলেন বর্তমানে আমাদের যে জমি আছে তা স র্বোচ্চ ব্যবহারের মাধ্যমে চাষ করতে হবে। নতুন চাষ পদ্ধতি ও কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের উৎপাদন বাড়া তে হবে।

তিনি মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের মিলনায় তনে উফশী রোপা আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদ না কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতি থির বক্তৃতায় উল্লেখিত কথাগুলো বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে কাজ কর ছে। ১ কেজি ইউরিয়া সার উৎপাদনে ১’শ টাকা সরকারের খরচ হচ্ছে।

সেখানে সেই সার কৃষকরা কিনছেন ২৭/২৮ টাকায়। তিনি স্মৃতিচারণ করে বলেন, এক সময় আমরা একবেলা রুটি আর দুইবেলা ভাত খেতাম। তখনকার দিনে চাল ও গমের দামে ব্যবধান ছিল।

ফলে অনেক দরিদ্র পরিবার এটি মিনিমাইস করার জন্য দুবেলা রুটিও খেতেন।

তিনি বলেন আমাদের দেশ গঠনে এবং খাদ্য শৃংখলায় অভূত পূর্ব পরিবর্তণ এনে দিয়েছেন কৃষিবিদরা ও মৎস্য বিদরা।

এ সময় তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম তরান্বিত করতে সকল শ্রেণী পেশার মানুষকে সহযোগিতা করার আহবান জানান।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার
সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, উপজেলা কৃষি কর্ম কর্তা মুসাব্বির হোসাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মিজা নুর রহমান প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফি সার মোঃ শামীম খান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, ইউপি চেয়ারম্যান হবি বর রহমান হবি, নূরুল কদর, এস এম মমিনুর রহমান, অধ্যক্ষ আবু জা ফরসহ বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক ও কৃষাণীবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ১ হাজার ৮’শ কৃষক ও কৃষাণীর মধ্যে বীজ ও সার বিতরণ কার্যক্র মের উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য উপজেলা পরিষদমিলনায়তনে সরকারি কর্মকর্তাদেও সাথে ঈদের কুশল বিনিময় করেন।

একই সাথে ডিভাইন সেন্টারে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদে র শুভেচ্ছা বিনিময় করেন।

One thought on “চৌগাছায় বীজ সার বিতরণ অনুষ্ঠানে এমপি তৌহিদুজ্জামান : বর্তমান  সরকার কৃষি বান্ধব সরকার”
  1. চৌগাছায় বীজ সার বিতরণ অনুষ্ঠানে এমপি তৌহিদুজ্জামান : বর্তমান  সরকার কৃষি বান্ধব সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *