রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ দেশের অন্যান্য এলা কার মতো ঠাকুরগাঁও জেলার শতাধিক পরিবার কাঁঠালপাতা বিক্রি করে বাড়তি আয় করছে।

সরেজমিনে দেখা যায় বিকেলে পীরগঞ্জ বাজারের রাস্তার পাসে তাদের ব্যবসা।

এই পাতা বিক্রি করে জেলার শতাধিক পরিবারের সংসার চলে।

স্থানীয় উজির আলী জানান, বর্তমান ছোট একমুঠো কাঁঠাল পাতার দাম ২০ টাকা এবং বড় একমুঠো পাতার দাম ৩০ টা কা। এ কাজের মাধ্যমে স্বাভাবিকভাবেই সংসার চালাতে পার ছেন তিনি।

তিনি বলেন, কাঠ ব্যবসায়ীরা গাছ কিনলে মোবাইল ফোনে আগেই যোগাযোগ হয়ে যায় পাতা ব্যবসায়ীদের সঙ্গে। তারা যেসব গাছ কিনবেন সেসব গাছের কাঁচা পাতা পাইকারি দরে কিনে নিই আমরা।

আরেক পাতা ব্যবসায়ী বলেন, যখন এক টাকা মুঠো ছিল তখন থেকে পাতা বিক্রির কাজ শুরু করেছি।

আগে ব্যবসার গুরুত্ব ছিল কম কিন্তু এখন এই ব্যবসা জমজ মাট হয়ে উঠেছে। কারণ হিসেবে তিনি বলেন, আগে কাঁঠাল গাছ সবজায়গাতেই পাওয়া যেত। কিন্তু এখন আর গ্রাম ছা ড়া পাওয়া যায় না।

তাই শহরের মানুষকে বাধ্য হয়েই কিনতে হয়। এখন কিছু বাজারেই কাঁঠাল পাতার ব্যবসা হয়। বর্ষা মৌসুমে এবং কুর বানির ঈদের সময়ে বছরের অন্য সময়ের তুলনায় পাতা বি ক্রি তুলনামূলক অনেক বেশি হয়।

এ বিষয়ে ক্রেতা মনু মন্ডল বলেন, কোরবানির পশু, ছাগলের জন্য ও গৃহপালিত পশু জন্য পাতা কিনতে হচ্ছে।

এখন একমুঠো পাতা বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। তবে এটা ভালো যে এখন আর পশুর খাবারের জন্য দৌড়াদৌড়ি কর তে হয় না। এখানে আসলেই পাওয়া যায়।

 

One thought on “ঠাকুরগাঁওয়ে কাঁঠাল পাতা বিক্রি করে স্বাবলম্বী শতাধিক পরিবার”
  1. ঠাকুরগাঁওয়ে কাঁঠাল পাতা বিক্রি করে স্বাবলম্বী শতাধিক পরিবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *