মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার ছয়টি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। শনিবার সকা লে উপজেলার কুলটিয়া ইউনিয়নের ভানুর মোড় পাড়িয়ালী নৌকাঘাট এলাকায় রাজকীয় নেদারল্যান্ডস দুতাবাসের আ র্থিক সহায়তায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের সহ যোগীতা এ কাজের উদ্ধোধন করা হয়। বাংলাদেশ পানি উন্ন য়ন বোর্ডের আওতায় গাবুখালী, শালিখা ও আলিপুর খাল এবং সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় নলডাঙ্গা, বিল বলধালী, হালদার খালের

খনন কাজ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির
হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, বাংলা দেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সোহরাব হোসেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার রিজে নারেটিভ এগ্রিকালচার কৃষিবিদ নামজুন নাহার। উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চলনায় অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধা রণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, কুলটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া গ্রোগ্রাম অফিসার ডা: আবুল ফজল, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, শহিদুল ইসলাম প্রমূখ।

৬ টি খাল পুনঃখননের ফলে ভবদহের জলাবদ্ধতা অনেকাং শে নিরসণ হবে। এছাড়া ওই এলাকার শুকনো মৌসুমে খালে পানি থাকবে, কৃষকেরা খালের পানি ব্যবহার করতে পারবে, এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং ভূর্গভস্থ পানির ব্যবহার কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *