ফারুক হোসেন,যশোর থেকে ঃ :স্বপ্নসারথি শব্দটি একটি আন্দোলনমূখী ও অতি আপন শব্দ হিসাবে পরিচিতি লাভ করেছে দেশ ও দেশের গন্ডি পেরিয়ে।

২০১৬ খ্রীষ্টাব্দের পর থেকে এই শব্দটির ব্যবহার চোখে পড়ার মত।

বাংলাভাষার যে ব্যঞ্জনা তা সাগরের ঊর্মীমালার থেকেও ঝংকারিত বটে। সেই ঝংকার আসে একজন কবি বা লেখ কের কলম থেকে।

ভাবনাদ্রোহে জ্বালিয়ে নির্যাস বেরিয়ে যে নতুন শব্দ সৃষ্টি হয় তাঁর নামইতো কবি। কবি তাই সাধক বা ধ্যাণী বটে।

কথা বলছিলাম যুক্ত শব্দের সমন্বয়ে নির্মিত এক অসাধারণ কাব্যিক শব্দ স্বপ্নসারথি নিয়ে।

এই শব্দটি এখন মাননীয় প্রধানমন্ত্রী,মন্ত্রী, সংসদ সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন মানুষ উচ্চারণ করছেন। ভাবছেন ও লিখছেন।

কথা না বাড়িয়ে এই শব্দের জনক কবি শাহানুর আলম উজ্জ্বল এর কাছে তাঁর প্রতিক্রিয়া জানব।

তিনি স্বপ্নসারথি শব্দটি কীভাবে এনেছেন, কীভাবে ভেবে ছেন এবং লিখেছেন ?

এ বিষয়ে বার্তাবিডিকে কবি শাহানুর আলম উজ্জ্বল বলেন, বাংলা ভাষায় যে শব্দভান্ডার বিদ্যমান তারমধ্যে সারথি শব্দ টি আছে। সারথি শব্দের অর্থ হচ্ছে রথের চালক।

সেই সারথি শব্দটির আগে স্বপ্ন শব্দটি যুক্ত করে আমি স্বপ্ন সারথি লিখেছিলাম। মূলতঃ বইয়ের নামের জন্য এই শব্দ টি লিখেছিলাম ২০০১১ খ্রীষ্টাব্দে ।

আমি অনেক দিন ধরে ভাবছিলাম, যে একটি বইয়ের নাম দেব। তবে সেই নাম হবে ভিন্ন ও কাব্যিক।

পরবর্তীতে স্বপ্নসারথি শব্দটি ব্যবহার করে বইটির নাম করণ করা হয় “স্বপ্নসারথি: কাব্যে বাংলাদেশের ইতিহাস”।

২০১৬ খ্রীষ্টাব্দে অমর একুশে গ্রন্থ মেলায় বাংলার কবিতা প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়।

শাহানুর আলম উজ্জ্বল আরো বলেন, ২০১৬ খ্রীষ্টাব্দের ১২ ফেব্রুয়ারি নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন করেন দৈনিক ভোরের কাগজ এর সম্পাদক শ্যামল দত্ত। বইটি নিয়ে বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে।

এছাড়া আমার সুহৃদ জন ব্যাপকভাবে আলোচনা ও সমালোচনা করেন। এই শব্দটি বিভিন্ন অঙ্গনে প্রচারিত হচ্ছে ।

এমনকি সংসদ অধিবেশনে কথার মধ্যে আমরা যেন স্বপ্ন সারথি হতে পারি” বলেও উচ্চারিত হয়েছে বলেও জেনেছি।

রাজনীতির মঞ্চেও স্বপ্নসারথি শব্দটি ব্যবহৃত হচ্ছে। টেলি ভিশনের সংবাদেও এই শব্দ উচ্চারিত হচ্ছে।

এমনকি স্বপ্নসারথি শব্দটি ফেসবুকসহ অনলাইন কার্য ক্রমেও চোখে পড়ছে।

বিভিন্ন খেলায় বিজয়ীদের মুখেও উচ্চারিত হচ্ছে বারবার। শব্দটি যেভাবেই বন্ধন তৈরি করুক এটি একটি আশার সঞ্চা র করে বলে আমি মনে করি।

স্বপ্নের পথে শক্তি দান করে। শব্দ ও ভাষার নান্দনিক প্রয়োগ এবং প্রকাশটি কখনো হৃদয় ছুঁয়ে যায়। আসলে তখনই তৈরি হয় কবি লেখকের স্বার্থকতা।

কবি শাহিন মাহাবুব ও,সহকারী অধ্যাপক ইয়াকুব আলী এই স্বপ্নসারথি” যুক্ত শব্দটির ব্যবহার প্রসংগ  নিয়ে মন্তব্য করেন স্বপ্নসারথি” এই যুক্ত শব্দটির বাংলা সাহিত্য জগতে ব্যবহার  ও জনপ্রিয়তা বেড়েছে।

সম্প্রতিকালে”স্বপ্নসারথি” এই যুক্ত শব্দটি কবি ও সাংবা দিক শাহানুর আলম উজ্জলের বাংলা শব্দভান্ডার সমূহের গভেষনার ফসল।  তিনিই এ শব্দটির জনক বলে আমরা দাবী করি। একই সাথে দেশবরেণ্য অসংখ্য কবি ও বাংলা সাহিত্যবিদ গনেরাও আমাদের সাথে একমত হবেন।

One thought on “স্বপ্নসারথি’ শব্দের নির্মাতা কবি শাহানুর আলম উজ্জ্বল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *