যশোর প্রতিনিধি:ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউ নিয়নের গঙ্গানন্দপুর মাঠুয়াপাড়া কতৃক আয়োজিত ম হিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামা য়াতে ইসলামী যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এই সংসদ সদস্য পদ প্রার্থী বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষ জ্ঞ এবং সর্বজনপ্রিয় মানবিক ব্যক্তিত্ব ডা.মোহাম্মাদ মোস লেহউদ্দিন ফরিদ।
তিনি বলেন আমরা দায়িত্ব পেলে নারীদের যথাযথ মর্যাদা প্রদান করব।
তারা রাস্তাঘাটে নিরাপদে চলাচল করতে পারবে। যারা চাকরি করে তাদের কর্ম ঘন্টা ৮ ঘণ্টার জায়গায় ৫ ঘন্টা করা হবে, তবে আটঘন্টারই বেতন পাবে।
আমরা দায়িত্ব পেলে প্রত্যেক নারীরা তার মায়ের অধি কার পাবে ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিকরগাছা থানার কর্ম পরিষদ সদস্য মাওলানা মাহবুবুর রহমান।
এ প্রোগ্রামটি সঞ্চালনা করেন গঙ্গানন্দপুর ইউনিয়ন জামা য়াতে ইসলামের সভাপতি মো: তরিকুল ইসলাম।
Bartabd24.com সব খবর সবার আগে
ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাঠুয়াপাড়ায় মহিলা সমাবেশে ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ