মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) ’স্বাভাবিক প্রসব সেবা” নিশ্চিত করার লক্ষে কালীগঞ্জে উপজেলা পর্ষায়ে অবহিতকরনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১ টায় কালীগঞ্জ পৌর অডিটোরিয়ামে কর্মশালাতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা খুলনা বিভাগীয় পরিচালক হাবিবুল হক খান।
কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে ও এমসি এইচ সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মশালাতে জনপ্রতিনিধি, সরকার্রী কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, এনজিও ও পরিবার পরিকল্পনা বিভাগের এফ ডব্লিউ ভি মাঠ কর্মীরা অংশ নেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে সভাতে আরো বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা ঝিনাইদহ অফিসের উপ-পরিচালক এসএম আল কামাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল বারি, ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস প্রমুখ।
পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাঃ প্রবির মন্ডলের সঞ্চালনায় কর্মশালাতে গর্ভবতি মহিলাদের ২৪ ঘন্টা সেবা প্রদানে অত্র বিভাগের সকল কর্মচারীগন সচেষ্ট থাকার অভিমত পোষন করেন।